Single Clove Garlic Pickle (এক কোয়া রসুনের আচার):
Product Description :
Garlic pickle have special place in every Bangladeshi and Sub-continental meals. So, We “Achar Bazar” produce hot & spicy, sour and mixed taste pickle. The entire process of manufacturing Garlic pickles Concentrate is “Home-made”, hygienic and conforming to BSTI Standards. Our Garlic pickles are used to ensure freshness, flavor, natural color and long shelf life. No filler, artificial preservative or additive are used, thereby making the product 100% pure, safe and natural, relying entirely on Garlic’s own preservative characteristics. Achar Bazar’s stringent quality control system ensures the total production process according to international standards at every stage of production and always guaranteed the Quality and purity of each batch home made products.
Health Benefits of Garlic (রসুন):
Garlic is a popular ingredient in cooking due to its strong smell and delicious taste. Garlic is known to boost the function of the immune system. to have a significant impact on reducing blood pressure or hypertension. Garlic helps to prevent and reduce the severity of common illnesses like the flu and common cold. symptoms ,LDL cholesterol, Garlic contains antioxidants that protect against cell damage and ageing and improve physical performance in people with heart disease It may reduce the risk of Alzheimer’s disease and dementia. It also appears to have some benefits for bone health by increasing oestrogen levels in females.
How to Taste :
You can eat more if the garlic pickles are served along with your meals. We often make garlic pickles in various varieties and taste. This delicious pickle can serve with any meal you like specially with lemon rice, bhuna khichuri, biryani etc.
All Ingredients :
Fresh big Single Clove variety Garlic, Salt, Turmeric Powder, Mustard oil, Gingerly oil/sesame seed oil, Vinegar, Red Chili Powder, Asafetida, Yellow or black mustard powder ,Mustard Seeds, Meathi, Panchforan Powder, Fennel seeds, Fenugreek seeds, Carom Sugar/Zero Cal, Coriander Leaves, green chilies, cardamom and cinnamon powder.
Consumer Precautions: Keep the product in dry and cool place to maintain the original test, Use only a clean and dry spoon for each serving. Clean the product on the bottle after every use. As chemical preservatives are not used, it is advised to take preservation measures on your own initiative.
ভোক্তা সতর্ককতা:পণ্যের অতুলনীয় স্বাদ ঠিক রাখতে,শুষ্ক এবং ঠান্ডা স্থানে রাখুন।প্রতিবার পরিবেশনে শুধুমাত্র পরিচ্ছন্ন ও শুকনো চামচ ব্যবহার করুন। ব্যবহার শেষে বোতলের গায়ে লেগে থাকা পণ্য পরিষ্কার করে নিন। রাসায়নিক সংরক্ষক ব্যবহার করা হয় না বিধায় নিজ উদ্যোগে সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হলো।
পণ্যের বিবরণ :
এককোয়া রসুনের আচার (Garlic Pickle) জিভে জল আনা এক খাবারের নাম। গোটা গোটা কোয়া এককোয়া রসুন দিয়ে তৈরি এই আচার পছন্দ করেন না এমন হয়তো খুব কমই আছে। আগেকার দিনে প্রায় ঘরে ঘরেই তৈরি হতো এই সুস্বাদু আচার। কিন্তু এখন সময়ের অভাবে এটি বানাতে পারেন না অনেকেই। ফলে ইচ্ছা থাকলেও স্বাদ আস্বাদনের সুযোগ হয় না। আচার বাজার আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া ভাবে প্রস্তুতকৃত এই আচার।
রসুনের আচারের উপাদান:
এককোয়া রসুন , সাদা ও কালো সরিষা, হলুদ, মরিচ, সরিষার তেল, আদা, পাঁচফোড়ন, লাল চিনি, কালো গোলমরিচ, ঘরে প্রস্তুতকৃত ভিনেগার, লবণ, লেবু ও তেতুঁল।
কেনো খাবেন আচার বাজারের এককোয়া রসুনের আচার (Single Clove Garlic Pickle)?
১। বাছাইকৃত এককোয়া রসুন থেকে প্রস্তুতকৃত।
২। সম্পূর্ণ ঘরোয়া ভাবে তৈরি।
৩। কোনরূপ রাসায়নিক ব্যবহৃত হয় নি। ফলে শতভাগ বিশুদ্ধ ও স্বাস্থ্য সম্মত।
৪। এর শেলফ লাইফ তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ, সঠিকভাবে সংরক্ষণ করলে বেশ কিছুদিন রেখে খাওয়া যায়।
৫। এককোয়া রসুন বাছাই থেকে শুরু করে আচার বানিয়ে তা প্যাকেজিং পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া নিজস্ব তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়। ফলে এর মান নিয়ে কোন সংশয়ের অবকাশ নেই।
এই আচার রুচি বৃদ্ধিতে বেশ ভালো কাজ করে। খেতে ইচ্ছে না করলে একটু রসুন আচার ক্ষিদা জাগ্রত করতে বেশ ভালো ভূমিকা রাখে। গরম গরম ভাত বা খিচুরির সাথে খেতে এই আচার বেশ জনপ্রিয়। ছোট থেকে বড় সকলের জন্য নিরাপদ, সম্পূর্ণ ঘরোয়া ভাবে তৈরি এই আচার এখন পাচ্ছেন আচার বাজারে ২০০ গ্রাম এবং ৪০০ গ্রাম পরিমাণে কাঁচের বোতলে ।